রবিবার, ১৪ মে, ২০১৭

জ্যোৎস্না ফুলের বাগান



ম ম মগ্ন মাহেন্দ্রে চেয়েছিলে নিমজ্জন,পরস্পরে…
তাই কী ফুটিয়েছিলে জ্যোৎস্না ফুলের বাগান !
স্তোত্রের কামনাবাহী ধ্বনীপুঞ্জে আসেনি কী এমন মৌতাত!

তোমার স্বপ্নের উপত্যকায় যখন
প্রিয়তমা পুজারিনী আজ তুমি নেই।

কোথায় সে জ্যোৎস্না ফুলের বাগান !
আমি দৌড়ে ফিরি ছুঁয়ে দিতে তা সব
যা যা ছুঁয়ে ছিলে তুমি।

হায় জ্যোৎস্না ফুলের বাগান !
আজ সব ধারালো প্রবাল, পাথুরে কঙ্কাল
রক্তাক্ত হয়ে যাচ্ছি গো পুজারীনী
রক্তাক্ত…!


---------------------------------------------------------------------------------রাজু আহমেদ মামুন,কাব্যগ্রন্থ:দহনসংক্রান্তরি কবিতা(প্রকাশ২০০৬,ম্যাগনাম ওপাস)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ম্যানগ্রোভ মন ১

রাজু আহমেদ মামুন বনবিবি আহা বনদেবী তোমার পেটানো গড়ন শ্যামলকান্তি দেহ লাবণ্য লাবণ্য খেলা একা একা কাহারে দেখাও! অমন শ্যামল আদুরে আদুরে...