শনিবার, ১০ জুন, ২০১৭

ম্যানগ্রোভ মন ৩৬


রাজু আহমেদ মামুন


বনবিবির সিঁথির মতোন যে খাল হারিয়েছে

গহীন বনের নিভৃতে- তার বাঁকে
ফুটে থাকে সাদা সারসের ঝাঁক।
বিচিত্র মুদ্রায় ওরা ফোটায় কবিতা,
সেখানে মাছের রূপকথা,নিকারীর নাও-
সেই পথ খুঁজে- ফেলে টঙ ঘর।
মানুষ এমন-
যার গন্ধ পেলে মিইয়ে যায় প্রকৃতির প্রতিভাস ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ম্যানগ্রোভ মন ১

রাজু আহমেদ মামুন বনবিবি আহা বনদেবী তোমার পেটানো গড়ন শ্যামলকান্তি দেহ লাবণ্য লাবণ্য খেলা একা একা কাহারে দেখাও! অমন শ্যামল আদুরে আদুরে...