বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭

ম্যানগ্রোভ মন ৩৫


রাজু আহমেদ মামুন


সন্ধ্যার আন্ধার গিলে নিলে নিকারীর নাও
প্যাঁচানো খালের বাঁকে তবুও তা থাকে!
নাড়াখেলে কুমিরের লেজে আন্ধারে
আলো ঝলকায় লোনাজল
গলুইয়ে মগ্ন বকের মতো নিকারী জোয়ান
ভাসে বাসনার বিচিত্র ছবির মাঝে
বনান্তে- দূর গাঁয়ের কোনো নয়াল জোয়ানী
কাঁকড়ার কৌণিক সোহাগী চলন যার
সেইতো করেছে চুরি প্রাণের লাটাই
যেতে হবে তার কাছে
অভাব টানছে পিছু- মেলেনা হিসেব...
বাসনার কর্দম ডাঙ্গায় যার নিত্য আসে
দারিদ্রের লোনাজল, তার প্রাণে বাড়ে টান
প্রাণ টানে প্রাণ, জাগে স্বপ্নের শ্বাসমূল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ম্যানগ্রোভ মন ১

রাজু আহমেদ মামুন বনবিবি আহা বনদেবী তোমার পেটানো গড়ন শ্যামলকান্তি দেহ লাবণ্য লাবণ্য খেলা একা একা কাহারে দেখাও! অমন শ্যামল আদুরে আদুরে...