সোমবার, ১৭ জুলাই, ২০১৭

ম্যানগ্রোভ মন-২৬


রাজু আহমেদ মামুন
ভুস করে শ্বাস ছেড়ে পুন:
জল খেলে জলে দেয় ডুব
এই করে সারাবেলা সুখ
শুশুকের জলজ জীবন।

শুশুক,বড় মিশুক প্রাণ
মাঝির নায়ের সাথে তাই
খেলে খেলে আসে বহুদূর
মানুষের বন্ধু হতে চায়।

মানুষ কী বন্ধু হতে পারে !
মানুষ কী- জানে না শুশুক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ম্যানগ্রোভ মন ১

রাজু আহমেদ মামুন বনবিবি আহা বনদেবী তোমার পেটানো গড়ন শ্যামলকান্তি দেহ লাবণ্য লাবণ্য খেলা একা একা কাহারে দেখাও! অমন শ্যামল আদুরে আদুরে...