রবিবার, ১৬ জুলাই, ২০১৭

ম্যানগ্রোভ মন-২৭


রাজু আহমেদ মামুন
বানর নেমেছে জলে, মাছ
যদি মেলে, আমিষ উৎসব!
কিচির মিচির কাদাজলে
কসরতে এভাবে একবেলা

শুধু কী আমিষ মেলে! যদি
জলের তলে কুমীর চোখ
তক্কে তক্কে কখন সুযোগ
সুযোগ সবার কিছু মেলে

যে প্রকারে গ্রহণে বিলীনে
মিটে যায় প্রকৃতির ঋণ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ম্যানগ্রোভ মন ১

রাজু আহমেদ মামুন বনবিবি আহা বনদেবী তোমার পেটানো গড়ন শ্যামলকান্তি দেহ লাবণ্য লাবণ্য খেলা একা একা কাহারে দেখাও! অমন শ্যামল আদুরে আদুরে...