বুধবার, ২৩ আগস্ট, ২০১৭

ডাক


রাজু আহমেদ মামুন
মনে যদি বাড়ে খুব অমাবস্যা
বর্ষণ তিথিতে ডেকে উঠো অবিরাম
ডাহুকির মতো ।

আসি বা না আসি তবু স্বাদ পাবে ডাকের।
প্রাণ কুহরে সঘনো হলে বৃক্ষের গান
ততক্ষনে পড়েই ফেলেছ আমার
বিগত দহন।

কি হবে ! হবে না কিছু আর
জন্ম-যৌবন-জীবন, প্রানান্তে শুকনো
পাট কাঠি, চলে যাবো কালের চুলায়।

তবু সেই বুকফাটা ডাক, ডাকের অন্তে শূন্যতা
কবির অতৃপ্তির মতোন
নিমিষ জীবনে দেবে রাজসিক অনুভব।

-----------------------------------
রাজু আহমেদ মামুন,কাব্যগ্রন্থ:দহনসংক্রান্তির কবিতা(প্রকাশ২০০৬)

ম্যানগ্রোভ মন ১৬


রাজু আহেমদ মামুন
জেগেছে মধ্যরাত কুমির ভরা মন
ছৈয়ের তলে ছটফট বাওয়ালী তরুণ

শিরায় তুলেছে দোলা কামের হাঙ্গর
অবৈধ প্রণয়ে- চেনা যুবতী শরীর
কাল্পনিক সঙ্গমে উত্তাল দেহমন
ঘূর্ণিঝড় যেন এই রাতের জীবন

ছৈয়ের তলে ছটফট বাওয়ালী তরুণ
জেগেছে মধ্যরাত কুমির ভরা মন।

সোমবার, ২১ আগস্ট, ২০১৭

ম্যানগ্রোভ মন ১৯


রাজু আহমেদ মামুন
জেগেছে রুদ্র সুন্দরী বঙ্গোপসাগর
নাচ ওঠে যোনিময় শরীরে যাহার

মর্ষকামের ভীষণ প্রলয়ে দিগন্ত
আত্মসঙ্গমে ছটফট ষোড়শী বিছানা
শ-শ-শ শীৎকারে সদা ব্যাকুল মাতাল
ফলাতে জীবন কী যে সঙ্গম মাতম!

নাচ ওঠে যোনিময় শরীরে যাহার
জেগেছে রুদ্র সুন্দরী বঙ্গোপসাগর।

ম্যানগ্রোভ মন ১৭


রাজু আহেমদ মামুন
নবীন প্রাণ নবীন চোখে চাখে বাস্তু 
প্রকৃতির কাব্য পড়ে আপন ভাষায়

বহে গোসাপ শিশুর ফুটফুটে সকাল,
গোপন সুড়ঙ্গ ছেড়ে ফার্ন ঝোপে দেখে 
আলোর বিচ্ছুরণ, মৃত্যু চেনেনা- তাই
ভয়হীন জীবন চাখে বাস্তুর নন্দন

প্রকৃতির কাব্য পড়ে আপন ভাষায়
নবীন প্রাণ নবীন চোখে চাখে বাস্তু।

বুধবার, ১৬ আগস্ট, ২০১৭

ম্যানগ্রোভ মন ১৮


রাজু আহমেদ মামুন
কিশোরী স্তনের মতোন নতুন চর
গড়ায়ে জড়ায়ে ধরে ঢেউ ভাঙ্গা জল

জলে আসে ওঁড়া,কেওড়া,সুন্দরীর ফল
বছর ঘুরলে হবে গোলের বাগান
বানর পিঠে আসবে হরিণ, পেছনে
রাজবাঘ, তবে এখন পক্ষীর চর

গড়ায়ে জড়ায়ে ধরে ঢেউ ভাঙ্গা জল
কিশোরী স্তনের মতোন নতুন চর।

রবিবার, ৬ আগস্ট, ২০১৭

ম্যানগ্রোভ মন-২০


রাজু আহমেদ মামুন
পেরোলে কুমির নদী তবে সমুদ্দুর 
বিচিত্র মুদ্রার ঢেউ রুদ্র সুন্দরীর

ঢেউয়ে ঢেউয়ে মৃত্যু ছুটতে পারে ঝড় 
তবুও আগাও মাঝি খোঁজ জলের রঙ 
যে জলে রুপালী স্বপ্ন ইলিশের ঝাঁক 
জাল ফেলে তুলে নাও খুশির মোহর

বিচিত্র মুদ্রার ঢেউ রুদ্র সুন্দরীর 
পেরোলে কুমির নদী তবে সমুদ্দুর।

ম্যানগ্রোভ মন-২১


রাজু আহমেদ মামুন
বাতাসে পুরাণ খোঁজে কাঁকড়া মাঝি মন
ও কী দুখাই গেল- বনবিবির ছেলে!

দামাল বাতাস এক শিশুর মতোন
নদী খাল পেরিয়ে বনের কাছে এসে
ফিক্ করে হেসে পালালো গহীনে,যেন
অদৃশ্য কিশোর খেলা করে একা একা

ও কী দুখাই গেল- বনবিবির ছেলে!
বাতাসে পুরাণ খোঁজে কাঁকড়া মাঝি মন।

বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭

ম্যানগ্রোভ মন ২২


রাজু আহেমদ মামুন
কুমিরের মতো সব লুকানো কামনা 
ধীর লয়ে জেগে ওঠে শিকারের গন্ধে

পেরিয়ে দুর্গম বন সমুদ্র কিনারে
শুটকি পল্লিতে আসে কর্মী যুবতীরা
মহাজন চোখে খেলে ইলিশে ঝিলিক
মিলাতেই হবে ঠিক লীলার রসদ

ধীর লয়ে জেগে ওঠে শিকারের গন্ধে
কুমিরের মতো সব লুকানো কামনা।

ম্যানগ্রোভ মন ১

রাজু আহমেদ মামুন বনবিবি আহা বনদেবী তোমার পেটানো গড়ন শ্যামলকান্তি দেহ লাবণ্য লাবণ্য খেলা একা একা কাহারে দেখাও! অমন শ্যামল আদুরে আদুরে...