বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭

ম্যানগ্রোভ মন-৮


রাজু আহমেদ মামুন
বুনে উঠি এক সুতায় ম্যানগ্রোভ মনে
নানা ধর্মে হলে ভাগ ভূমিপুত্রগণে

বনবিবি-বনদেবী মানে সর্বজন,
বাঘের দেবতা গাজী গঙ্গার বোনপো-
শ্বশুর মুকুট রায় চম্পার বাজান
মিলেমিশে একাকার হিন্দু মুসলমান

নানা ধর্মে হলে ভাগ ভূমিপুত্রগণে
বুনে উঠি এক সুতায় ম্যানগ্রোভ মনে।

মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭

ম্যানগ্রোভ মন-৯


রাজু আহেমদ মামুন
সুখেলা রোদে সৈকতে কাছিম দুপুর
এসেছে কাছিম নারী জিনের রেখায়

ডিমের গর্তে পৌঁছলে জোয়ারের জল
বেরুবে খোলস খুলে কাছিমের ছানা
হাজার মাইল দূরে চলে যাবে ওরা
তবে জননে জলগানে ফিরবে আবার

এসেছে কাছিম নারী জিনের রেখায়
সুখেলা রোদে সৈকতে কাছিম দুপুর।

সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭

ম্যানগ্রোভ মন ১০


রাজু আহেমদ মামুন
ভাঙছে উড়ন্ত লাইন বাতাসের মালা
পড়ছে ঝুপ্ঝুপ ঝুপ্ঝুপ ঝুপ্ঝুপ ঝুপ্

ভেঙ্গে যেন তবলার মোহন মৃদু বোল
ঝিমধরা প্রশান্ত ম্যানগ্রোভ নদীবুকে
বিজয় চিৎকার বিচিত্র কলতান-
বিপুল হল্লায় শীতপাখিদের নাচ

পড়ছে ঝুপ্ঝুপ ঝুপ্ঝুপ ঝুপ্ঝুপ ঝুপ্
ভাঙছে উড়ন্ত লাইন বাতাসের মালা।

শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭

ম্যানগ্রোভ মন ১১


রাজু আহেমদ মামুন
পাখিদের সন্ধ্যাগীতি আমুরের বনে 
নেমেছে ঘুমের নেশা ম্যানগ্রোভ বাতাসে

বনমোরগের ঝুঁটির মতো লাল হলে
সাগরের জল, ঝিঁঝিঁদের ঘুম গানে
নামে রাত, জাগে বিচিত্র মৃত্যুর নাচ
এখানে জীবন মৃত্যু করে প্রতিবাস

নেমেছে ঘুমের নেশা ম্যানগ্রোভ বাতাসে
পাখিদের সন্ধ্যাগীতি আমুরের বনে।

ম্যানগ্রোভ মন ১২


রাজু আহেমদ মামুন
বাদারে আঁধারে নামে পৌরাণিক রাত
মোয়ালের মনে জাগে চম্পাবতী চাঁদ

চম্পাবতী রূপবতী রোদেলা শরীর
ইলিশ আঁশের মতো রূপালী নখর
গাজীরে পাগল করে সোহাগ খেলায়
হা- এমন যদি হতো হাস্মতের মা...

মোয়ালের মনে জাগে চম্পাবতী চাঁদ
বাদারে আঁধারে নামে পৌরাণিক রাত।

রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭

ম্যানগ্রোভ মন ১৩


রাজু আহেমদ মামুন
ফাল্গুন আকাশ ফুটিয়েছে চমৎকার
নিশিবক এই সুখ একান্ত তোমার

পাখনায় দুলিয়ে নীরবতা নেড়ে যাবে
জ্যোৎস্নাকুয়াশার ভাসমান সাদা ফুল
জীবনের মতো তবু রবে কিছুক্ষণ
রাত পাখিদের মৌন জ্যোৎস্না মাখা পথ

নিশিবক এই সুখ একান্ত তোমার
ফাল্গুন আকাশ ফুটিয়েছে চমৎকার।

শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭

ম্যানগ্রোভ মন ১৪



রাজু আহেমদ মামুন
কথাকয় ওরা ওরা বর্ণিল কয়েন
ছোট গর্ত, ছোট দৌড়, ছোট্ট স্নেহ হাঁটে

জ্যোৎস্নার রূপসীরাতে বিস্তীর্ণ সৈকতে
বনদেবী খুলে দিলে চারুহাত- নামে 
স্নেহ মাখা অগুনতি কাঁকড়ার ঝাঁক
অনুবাদে এ সৈকত তারার আকাশ

ছোট গর্ত, ছোট দৌড়, ছোট্ট স্নেহ হাঁটে
কথাকয় ওরা ওরা বর্ণিল কয়েন।

সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭

ম্যানগ্রোভ মন ১৫


রাজু আহেমদ মামুন
শুধু ভয় মৃত্যু দৌড় শেষ কথা নয়
প্রজাতি জীবনে থাকে আয়েশি সময়

কেওড়ার ছায়া প্রান্তর ধরে চন্দ্রমায়-
নেমে আসবে চিত্রল হরিণের পাল
তটরেখা জুড়ে হবে শিংয়ের খুনসুটি
প্রণয়ে প্রণয়ী হবে বেশ উন্মাতাল

প্রজাতি জীবনে থাকে আয়েশি সময়
শুধু ভয় মৃত্যু দৌড় শেষ কথা নয়।

ম্যানগ্রোভ মন ১

রাজু আহমেদ মামুন বনবিবি আহা বনদেবী তোমার পেটানো গড়ন শ্যামলকান্তি দেহ লাবণ্য লাবণ্য খেলা একা একা কাহারে দেখাও! অমন শ্যামল আদুরে আদুরে...