শনিবার, ২৯ জুলাই, ২০১৭

ম্যানগ্রোভ মন ২৩


রাজু আহেমদ মামুন
মত্ত শূকরীর পিঠে জোয়ান শূকর
ঘোঁত ঘোঁত শীৎকারে প্রাণের আহ্বান

হেতালের ঘন বনে রমণ তুফান
জেগেছে জীবন ধ্বনী- শীৎকার, ছাড়িয়ে-
বাওয়ালী বৌয়ের নগ্নদেহ আরো দূরে
নগরীর বেশ্যাপাড়ায়, বাজে শীৎকার

ঘোঁত ঘোঁত শীৎকারে প্রাণের আহ্বান
মত্ত শূকরীর পিঠে জোয়ান শূকর ।

বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭

ম্যানগ্রোভ মন-২৪


রাজু আহমেদ মামুন
শরীরের কুণ্ডলীতে স্নেহমাখা ডিম

বীতনিদ্র সর্পমাতা প্রজাতি সংগ্রামে

বেজীদের বাড়ি থেকে দূরে সে নিবাস
ঈগল পায় নি খোঁজ অথবা গোসাপ 
চুপচাপ ক’টা দিন হয়ে গেলে পার
ডিম ফুটে বের হবে গোখরোর সন্তান

বীতনিদ্র সর্পমাতা প্রজাতি সংগ্রামে
শরীরের কুণ্ডলীতে স্নেহমাখা ডিম।

সোমবার, ২৪ জুলাই, ২০১৭

ম্যানগ্রোভ মন-২৫


রাজু আহমেদ মামুন
রক্তবালুতে ছট্ফট ব্যাঘ্র আর্তনাদ
বিকট গুলির শব্দ, নিস্তব্ধ প্রান্তর

বাতাসের ঢেউয়ে ঢেউয়ে বহুদূর
চলে গেছে বানরের সাংকেতিক শিস
বালিয়াড়িতে মাঘের শীতে ব্যাঘ্ররাজ
নেমেছিল সুখ রোদে নিতে সুখ স্বাদ

বিকট গুলির শব্দ, নিস্তব্ধ প্রান্তর
রক্তবালুতে ছট্ফট ব্যাঘ্র আর্তনাদ।

সোমবার, ১৭ জুলাই, ২০১৭

ম্যানগ্রোভ মন-২৬


রাজু আহমেদ মামুন
ভুস করে শ্বাস ছেড়ে পুন:
জল খেলে জলে দেয় ডুব
এই করে সারাবেলা সুখ
শুশুকের জলজ জীবন।

শুশুক,বড় মিশুক প্রাণ
মাঝির নায়ের সাথে তাই
খেলে খেলে আসে বহুদূর
মানুষের বন্ধু হতে চায়।

মানুষ কী বন্ধু হতে পারে !
মানুষ কী- জানে না শুশুক।

রবিবার, ১৬ জুলাই, ২০১৭

ম্যানগ্রোভ মন-২৭


রাজু আহমেদ মামুন
বানর নেমেছে জলে, মাছ
যদি মেলে, আমিষ উৎসব!
কিচির মিচির কাদাজলে
কসরতে এভাবে একবেলা

শুধু কী আমিষ মেলে! যদি
জলের তলে কুমীর চোখ
তক্কে তক্কে কখন সুযোগ
সুযোগ সবার কিছু মেলে

যে প্রকারে গ্রহণে বিলীনে
মিটে যায় প্রকৃতির ঋণ।

মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭

ম্যানগ্রোভ মন-২৮


রাজু আহমেদ মামুন
আয়- আয়, যেন কাল্ ডাক
ডেকে যায় মাথার ভিতর
তবে কী বাঘুয়া ভূত হয়ে
ফিরবে সে-নিয়েছে যাকে বাঘ!

সারাদিন কেটে গেছে খুঁজে
কোথাও মেলেনি তার লাশ
বুনো খালে যেন ধ্যানী বক
ঝিম মেরে শোকাতুর নাও

শোক আর ভয়ে কম্পমান
এক সন্ধ্যা মোয়াল জীবন।

সোমবার, ১০ জুলাই, ২০১৭

ম্যানগ্রোভ মন-২৯


রাজু আহমেদ মামুন


পাখিদের ধানসির চর
সারাবেলা ঝগড়া মুখর
ঠোঁটে ঠোঁটে দানা খোটে,খোঁজে
ডিমঘর- কোথা হবে কার।
আকাশে চক্কর কাটে- ধীরে
বিকট ঈগল, ভয়ে ভাঙে
সাপের আসর, ঠিক যেন
মানুষের পুঁজির বাজার
খেলে মৃত্যু ফলে প্রাণ, প্রাণ
চেখে নেয় জীবনের স্বাদ।

শনিবার, ৮ জুলাই, ২০১৭

ম্যানগ্রোভ মন-৩০


রাজু আহমেদ মামুন

এসেছে গীত সন্ধ্যায় বধূ-
মোয়ালের, দূর গ্রাম থেকে,
জেগেছে উৎসবে পরিজন
বরণে পড়েছে বেশ ধুম।
ধান দূর্বা চড়েছে কুলায়
সাথে আছে ফুলপটি মধু,
মোয়ালের বধূ বলে কথা
মধু ছাড়া হয় কী বরণ।
খোলসী ফুলের মতো বউ
সংসারে সে-ফলাবে জীবন।

বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭

ম্যানগ্রোভ মন -৩১





রাজু আহমেদ মামুন

ক.
বেসামাল ঘুড়ির মতোন স্বজনের চোখে
বাঁক খায় বাওয়ালির চোখ।
জীবনের প্রয়োজনে যারা মৃত্যুবাড়ি যায়
ফেরে না আর, তারা যায়
শুধু বহুদিন ধুকে ধুকে বাঁচে তাদের স্বজন।
খ.
গাজীর নামে শিন্নি দেওয়া শেষ
খুব সকালে খালের পাড়ে স্বজন সমাবেশ
বাদায় যাবে বাওয়ালি বহর
মাঝি খুলেছে দড়া, ভাটার টানে নাও।
গুটি গুটি ঢেউ, বড় বড় ঢেউ
দোলা দিচ্ছে নায়ে, গল্প করে ভিড়
বাঁচার গল্প, আশার গল্প
রতির গল্প ফোটে, গল্পে ভরে নাও।
গল্পগুলো বলতে বলতে কাঁদে
গল্পগুলো খিলখিলিয়ে হাসে
গল্পগুলো রাঁধে বাড়ে খায়
গল্পগুলো বৈঠা ঠ্যালে, গায়
নানা রকম গান।
গল্পগুলো মাথা ঝোঁকায়, দ্যাখে
দূরে- বাদার বন।

ম্যানগ্রোভ মন ১

রাজু আহমেদ মামুন বনবিবি আহা বনদেবী তোমার পেটানো গড়ন শ্যামলকান্তি দেহ লাবণ্য লাবণ্য খেলা একা একা কাহারে দেখাও! অমন শ্যামল আদুরে আদুরে...