মঙ্গলবার, ১৬ মে, ২০১৭

ম্যানগ্রোভ মন ৩৯


রাজু আহমেদ মামুন


মন্দ্রীভূত চোখে দেখেছে সে- ক্রুদ্ধ ব্যাঘ্র চোখ,

দণ্ড হাতে পিতা, স্বপ্নের ভেতর
করেছে প্রহার। বলেছিল-
আবার বাঘ শিকারে! কেন এসেছিস ?
আগেও কী করিনি বারণ!
বাদার গহনে নায়ের ছৈয়ের তলে
ভাতঘুম জেগে কাতরায় গাজী।
পিতা পিতামহ ছিল বাঘেদের যম
ব্যাঘ্র উদরেই হয়েছে তাদের ঠাঁই , তবু-
পচাব্দি গাজী, গাজীর বেটা, সাহস যার নাম
মেরেছে যে নরখেকো আশি নব্বই...
সে কিনা শিশুর মতো ঘুম জেগে কাঁদে!
সঙ্গীরা অবাক।
শপথ নিয়েছে গাজী-ফিরে যাবে বাড়ি
বনের বাঘেরা তবে বনেই বেঁচে থাক।
* কবিতাটি সুন্দরবনের জগৎখ্যাতো বাঘ শিকারী পচাব্দি গাজীর মিথ অবলম্বনে লেখা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ম্যানগ্রোভ মন ১

রাজু আহমেদ মামুন বনবিবি আহা বনদেবী তোমার পেটানো গড়ন শ্যামলকান্তি দেহ লাবণ্য লাবণ্য খেলা একা একা কাহারে দেখাও! অমন শ্যামল আদুরে আদুরে...