মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭

ম্যানগ্রোভ মন ১


রাজু আহমেদ মামুন
বনবিবি আহা বনদেবী
তোমার পেটানো গড়ন শ্যামলকান্তি দেহ
লাবণ্য লাবণ্য খেলা একা একা কাহারে দেখাও!
অমন শ্যামল আদুরে আদুরে ঠোঁটে
কে চুমু খায় দেবী!
ওই সুডৌল স্তন স্থির চুম্বকের মতো টানে-
অস্থির টানে।
অমাবস্যা হয়ে ফুটে থাকে নাভিগর্ত তোমার,
কামার্ত চোখ মৌসুমী বেশ-
কামনা করে সামর্থবান
জঙ্গলা নিশ্বাস উত্তাল যোনিদেশ-
কামনা করে সামর্থ্যবান
নোনা রক্তস্রোতে ফুঁসে ওঠা শরীরে তোমার-
বাজাবে শীৎকার এক তাগড়া জোয়ান
দাও পূজা দাও হে দেবী হৃদয়ে তাহার।

বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭

ম্যানগ্রোভ মন ২


রাজু আহেমদ মামুন

সঙ্গমমুখর জংলী ঘ্রাণ খেলে যাবে উত্তাল হাওয়ায় হাওয়ায়
রাত বা দিনের কোন প্রহরে বাঘিনী মিলনকাতর হবে গহীন প্রান্তরে
জ্বলে উঠবে বাঘার সুখজৌলুস। রতিকাতর হরিণীর গন্ধে
আস্ফালনে ছুটে আসবে প্রথম প্রণয়কামী তরুণ হরিণ
জড়াজড়ি করে দুটি সাপ ফুঁসতে থাকবে সুখ যন্ত্রণায়
জীবন সমুদ্র থেকে উঠবে প্রাণের জোয়ার, বুনো খালের জলের মতো
সে হাওয়া পৌঁছে যাবে লোকালয়ে। কোনো মৌয়ালের পো
নতুন বউয়ের সাথে জাগবে সারারাত সুখ সুখ ছোঁয়ায়...

বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭

ম্যানগ্রোভ মন-৩


রাজু আহমেদ মামুন
নুন পোড়া রোদ পাগল দুপুর বাতাসের দোলনায়
গেওয়া ফুলের গন্ধমাতাল মধুপোকা কুক পক্ষীর ডাক
বাতাসের দোলনায়।
দোলা ধরে ছোটে প্রাণ, বাঁচে প্রাণ মরে প্রাণ- প্রাণান্তে
দোলা বহু বহু দোলা আরো আরো দোলা
দোলা অগণন।
পাগল দুপুর ম্যানগ্রোভ মন- জাগে দোলা জাগে প্রাণে রক্তে
জাগে শিশ্নে জরায়ুতে জননে জন্মে-
জাগে বিপুল বিচিত্র শুরুর চিৎকারে শেষের চিৎকারে
যৌনে অযৌনে বিপুল, বিপুল দোলায় জাগে
অর্থহীন চিত্রে বিচিত্র সুন্দর।

বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭

ম্যানগ্রোভ মন ৪


রাজু আহমেদ মামুন

মৌচাক ভেঙে ছড়িয়ে পড়ছে বিষাদ, ধোঁয়ার কুণ্ডলী
ভনভন আওয়াজ, বলগা বাতাসে কেওড়া পাতার শিস
বানরের চিৎকার
হঠাৎ নড়ে ওঠা গোলবন ছেড়ে ছুটন্ত ক্ষুধা
দৌড়- দৌড়- দৌড় জীবনের সমান দৌড়
যেন প্রান্তর ছেড়ে নক্ষত্রপুঞ্জ পাড়ি দিয়ে
বাহিত হবে অনন্তের মাঠে অনন্তকাল।

ছুটছে ক্ষুধা কাঁপিয়ে ভূতল
ছুটছে ক্ষুধা জ্বালিয়ে জীবন
তৃষ্ণাছবি- গলগলে তাজারক্ত!

গীলা লতার আড়ালে নড়ছে ঝরাপাতা, প্রাচীন সরীসৃপ
খুলে নিচ্ছে শরীরের প্যাঁচ, প্যাঁচানো খালের শরীরে
পোয়াতি শূকরীর মতো ফুলছে জল, জলের তলায়
হাঙর কুমির খেলা করে ভেটকি কোরাল।

জলযানে বসে আছে এক শিকারী মাতাল

মাতালের হাতে বারুদের গন্ধ, বন্ধ্যারাত্রি
থমকে যাওয়া কাল।

শনিবার, ৭ অক্টোবর, ২০১৭

ম্যানগ্রোভ মন ৫


রাজু আহমেদ মামুন
বানডাকা অমাবস্যার জল যখন দাঁড়িয়ে পড়ে
কুমির ভরা রাত বুক ঠেলে উঠে আসে বাদার ডাঙায়
বিপুল অন্ধকারে ঘন বর্ষণে থমকে যায় নিশাচর 
হরিণের কম্পমান প্রহর, বেঘোরে মৃত্যুর রাত
বৃষ্টির গায়ে গায়ে মিলিয়ে যায় আর্তনাদ, মৃত্যু
ফেলে যায় বিধ্বস্ত হরিণ সকাল আর বোবা হাহাকার

তবু হ্রস্ব হ্রদের বাঁকে খেলা করে জীবনের নতুন সংরাগ
জমে থাকে জমে ওঠে কুমির সঙ্গম।

বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭

ম্যানগ্রোভ মন ৬


রাজু আহমেদ মামুন
নুন পোড়া রোদের তাতানো দ্বিপ্রহর
জিগির ওঠে সৈকতে, কারবার কারবার

মৌসুম দিয়েছে ডাক দুবলার চরে
এসেছে দিন কামলা অভাবী আত্হার
হোগলার পাটিতে পাটিতে শুটকির মাঠ
শুকায় মাছ, মানুষ, শুকায় না অভাব

জিগির ওঠে সৈকতে, কারবার কারবার
নুন পোড়া রোদের তাতানো দ্বিপ্রহর।

বুধবার, ৪ অক্টোবর, ২০১৭

ম্যানগ্রোভ মন ৭


রাজু আহেমদ মামুন
আলোর কোলে কে কবে দেখেছিল আলো
কৃষ্ণ কৃষ্ণ বলে তাই রাসের উৎসব

বনের পরে সমুদ্র কিনারে মন্দির
আছে রাধাকৃষ্ণ বাঘের দেবতা গাজী
বনদেবী সাথে গঙ্গা, ধন্য রাস মেলা
উৎসবে বাঙালী যেন সমুদ্র চেতনা

কৃষ্ণ কৃষ্ণ বলে তাই রাসের উৎসব
আলোর কোলে কে কবে দেখেছিল আলো।

ম্যানগ্রোভ মন ১

রাজু আহমেদ মামুন বনবিবি আহা বনদেবী তোমার পেটানো গড়ন শ্যামলকান্তি দেহ লাবণ্য লাবণ্য খেলা একা একা কাহারে দেখাও! অমন শ্যামল আদুরে আদুরে...