বুধবার, ৪ অক্টোবর, ২০১৭

ম্যানগ্রোভ মন ৭


রাজু আহেমদ মামুন
আলোর কোলে কে কবে দেখেছিল আলো
কৃষ্ণ কৃষ্ণ বলে তাই রাসের উৎসব

বনের পরে সমুদ্র কিনারে মন্দির
আছে রাধাকৃষ্ণ বাঘের দেবতা গাজী
বনদেবী সাথে গঙ্গা, ধন্য রাস মেলা
উৎসবে বাঙালী যেন সমুদ্র চেতনা

কৃষ্ণ কৃষ্ণ বলে তাই রাসের উৎসব
আলোর কোলে কে কবে দেখেছিল আলো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ম্যানগ্রোভ মন ১

রাজু আহমেদ মামুন বনবিবি আহা বনদেবী তোমার পেটানো গড়ন শ্যামলকান্তি দেহ লাবণ্য লাবণ্য খেলা একা একা কাহারে দেখাও! অমন শ্যামল আদুরে আদুরে...