শনিবার, ১৭ জুন, ২০১৭

ম্যানগ্রোভ মন -৩৪


রাজু আহমেদ মামুন

শরীরে এসেছে জোয়ার, ঘুম ঘুম বুনোনদী
ফুলে ফেঁপে দুর্বার।
ধার,জলের কী ধার! তবু হবে পার রাজবাঘ-
ঠিক ঠাক সোজা সোজা।
হাঙর কুমির দেখবে বিস্ময়ে
জলে তুলে শক্তির তুফান
বনান্তে পেরিয়ে যাবে এ রাজসিক উল্লাস
মানুষের প্রতিজ্ঞার মতো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ম্যানগ্রোভ মন ১

রাজু আহমেদ মামুন বনবিবি আহা বনদেবী তোমার পেটানো গড়ন শ্যামলকান্তি দেহ লাবণ্য লাবণ্য খেলা একা একা কাহারে দেখাও! অমন শ্যামল আদুরে আদুরে...