সোমবার, ২২ মে, ২০১৭

ম্যানগ্রোভ মন ৩৮



রাজু আহমেদ মামুন


গরানের বনে ঘাপটি মারে মানুষ খেকো বাঘ

মিঠে রক্তের স্বাদ সে পেয়ে গেছে
এক ভয়াল ঝড়ের শেষে। মানুষের ভেসে আসা লাশ
ছিল প্রথম আহার। তারপর-
ক’টা দিন কেটে গেছে তৃপ্তি ঘুমে। এখন মানুষ ছাড়া
কিছুই খাবে না আর।
বয়সী মোয়াল জানে
গরানের ক’টি পাতার আড়াল থেকে
মাটি ফুঁড়ে যেন উঠে আসে বাঘ,
মেধাবী শিকারী বটে!
তবু মানুষের কাছে সে দণ্ডপাওয়া পশু
বনান্তে নেমেছে তাই দণ্ডধারী মানুষের দল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ম্যানগ্রোভ মন ১

রাজু আহমেদ মামুন বনবিবি আহা বনদেবী তোমার পেটানো গড়ন শ্যামলকান্তি দেহ লাবণ্য লাবণ্য খেলা একা একা কাহারে দেখাও! অমন শ্যামল আদুরে আদুরে...