মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭

ম্যানগ্রোভ মন-২৮


রাজু আহমেদ মামুন
আয়- আয়, যেন কাল্ ডাক
ডেকে যায় মাথার ভিতর
তবে কী বাঘুয়া ভূত হয়ে
ফিরবে সে-নিয়েছে যাকে বাঘ!

সারাদিন কেটে গেছে খুঁজে
কোথাও মেলেনি তার লাশ
বুনো খালে যেন ধ্যানী বক
ঝিম মেরে শোকাতুর নাও

শোক আর ভয়ে কম্পমান
এক সন্ধ্যা মোয়াল জীবন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ম্যানগ্রোভ মন ১

রাজু আহমেদ মামুন বনবিবি আহা বনদেবী তোমার পেটানো গড়ন শ্যামলকান্তি দেহ লাবণ্য লাবণ্য খেলা একা একা কাহারে দেখাও! অমন শ্যামল আদুরে আদুরে...