সোমবার, ২৪ জুলাই, ২০১৭

ম্যানগ্রোভ মন-২৫


রাজু আহমেদ মামুন
রক্তবালুতে ছট্ফট ব্যাঘ্র আর্তনাদ
বিকট গুলির শব্দ, নিস্তব্ধ প্রান্তর

বাতাসের ঢেউয়ে ঢেউয়ে বহুদূর
চলে গেছে বানরের সাংকেতিক শিস
বালিয়াড়িতে মাঘের শীতে ব্যাঘ্ররাজ
নেমেছিল সুখ রোদে নিতে সুখ স্বাদ

বিকট গুলির শব্দ, নিস্তব্ধ প্রান্তর
রক্তবালুতে ছট্ফট ব্যাঘ্র আর্তনাদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ম্যানগ্রোভ মন ১

রাজু আহমেদ মামুন বনবিবি আহা বনদেবী তোমার পেটানো গড়ন শ্যামলকান্তি দেহ লাবণ্য লাবণ্য খেলা একা একা কাহারে দেখাও! অমন শ্যামল আদুরে আদুরে...