বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭

ম্যানগ্রোভ মন-৮


রাজু আহমেদ মামুন
বুনে উঠি এক সুতায় ম্যানগ্রোভ মনে
নানা ধর্মে হলে ভাগ ভূমিপুত্রগণে

বনবিবি-বনদেবী মানে সর্বজন,
বাঘের দেবতা গাজী গঙ্গার বোনপো-
শ্বশুর মুকুট রায় চম্পার বাজান
মিলেমিশে একাকার হিন্দু মুসলমান

নানা ধর্মে হলে ভাগ ভূমিপুত্রগণে
বুনে উঠি এক সুতায় ম্যানগ্রোভ মনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ম্যানগ্রোভ মন ১

রাজু আহমেদ মামুন বনবিবি আহা বনদেবী তোমার পেটানো গড়ন শ্যামলকান্তি দেহ লাবণ্য লাবণ্য খেলা একা একা কাহারে দেখাও! অমন শ্যামল আদুরে আদুরে...