বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭

ম্যানগ্রোভ মন ৬


রাজু আহমেদ মামুন
নুন পোড়া রোদের তাতানো দ্বিপ্রহর
জিগির ওঠে সৈকতে, কারবার কারবার

মৌসুম দিয়েছে ডাক দুবলার চরে
এসেছে দিন কামলা অভাবী আত্হার
হোগলার পাটিতে পাটিতে শুটকির মাঠ
শুকায় মাছ, মানুষ, শুকায় না অভাব

জিগির ওঠে সৈকতে, কারবার কারবার
নুন পোড়া রোদের তাতানো দ্বিপ্রহর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ম্যানগ্রোভ মন ১

রাজু আহমেদ মামুন বনবিবি আহা বনদেবী তোমার পেটানো গড়ন শ্যামলকান্তি দেহ লাবণ্য লাবণ্য খেলা একা একা কাহারে দেখাও! অমন শ্যামল আদুরে আদুরে...