বুধবার, ৭ জুন, ২০১৭

ম্যানগ্রোভ মন ৩৭


রাজু আহমেদ মামুন


জেগেওঠে ভোরে- ভোঁদড়ের গ্রাম
গর্তমুখে দলপতি দ্যাখে চারপাশ
প্রতিবেশী খুব বেশি নেই আর
কমে গেছে শত্রু,মিত্র, শুধু
খালের ওপার,দূরে- বাইনের সুউচ্চ শাখায়
ক’টা দিন বসে আছে ঠায়, এক রুগ্ণ বাঙাল শকুন
গুনছে মৃত্যু প্রহর। এ পাড়ায়-
আর আসে না মায়াহরিণ,গোখরো,ঘড়িয়াল
মাঝে মাঝে ঊর্ধ্বশ্বাসে চলে যায় বাঘ।
কেবল মানুষ আসে, খালে ঢালে বিষ, মরে ভাসে-
জলের মাছ, ভোঁদড় আরও কত কী!
একদা বনের গোপন এ খাল পাড়ে-
ছিল ভোঁদড়ের রাজ। ধীরে ধীরে বাস্তুগুলো-
হয়ে গেছে খালি। বিশ্বস্ত এ জলে মাছে -এমন মরণ!
কারণ জানেনা ভোঁদড়...
যেন নামছে তাদের গাঁয় রুগ্ণ শকুনের বিপন্ন প্রহর ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ম্যানগ্রোভ মন ১

রাজু আহমেদ মামুন বনবিবি আহা বনদেবী তোমার পেটানো গড়ন শ্যামলকান্তি দেহ লাবণ্য লাবণ্য খেলা একা একা কাহারে দেখাও! অমন শ্যামল আদুরে আদুরে...