সোমবার, ১০ জুলাই, ২০১৭

ম্যানগ্রোভ মন-২৯


রাজু আহমেদ মামুন


পাখিদের ধানসির চর
সারাবেলা ঝগড়া মুখর
ঠোঁটে ঠোঁটে দানা খোটে,খোঁজে
ডিমঘর- কোথা হবে কার।
আকাশে চক্কর কাটে- ধীরে
বিকট ঈগল, ভয়ে ভাঙে
সাপের আসর, ঠিক যেন
মানুষের পুঁজির বাজার
খেলে মৃত্যু ফলে প্রাণ, প্রাণ
চেখে নেয় জীবনের স্বাদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ম্যানগ্রোভ মন ১

রাজু আহমেদ মামুন বনবিবি আহা বনদেবী তোমার পেটানো গড়ন শ্যামলকান্তি দেহ লাবণ্য লাবণ্য খেলা একা একা কাহারে দেখাও! অমন শ্যামল আদুরে আদুরে...