বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭

ম্যানগ্রোভ মন-২৪


রাজু আহমেদ মামুন
শরীরের কুণ্ডলীতে স্নেহমাখা ডিম

বীতনিদ্র সর্পমাতা প্রজাতি সংগ্রামে

বেজীদের বাড়ি থেকে দূরে সে নিবাস
ঈগল পায় নি খোঁজ অথবা গোসাপ 
চুপচাপ ক’টা দিন হয়ে গেলে পার
ডিম ফুটে বের হবে গোখরোর সন্তান

বীতনিদ্র সর্পমাতা প্রজাতি সংগ্রামে
শরীরের কুণ্ডলীতে স্নেহমাখা ডিম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ম্যানগ্রোভ মন ১

রাজু আহমেদ মামুন বনবিবি আহা বনদেবী তোমার পেটানো গড়ন শ্যামলকান্তি দেহ লাবণ্য লাবণ্য খেলা একা একা কাহারে দেখাও! অমন শ্যামল আদুরে আদুরে...