বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭

ম্যানগ্রোভ মন ২২


রাজু আহেমদ মামুন
কুমিরের মতো সব লুকানো কামনা 
ধীর লয়ে জেগে ওঠে শিকারের গন্ধে

পেরিয়ে দুর্গম বন সমুদ্র কিনারে
শুটকি পল্লিতে আসে কর্মী যুবতীরা
মহাজন চোখে খেলে ইলিশে ঝিলিক
মিলাতেই হবে ঠিক লীলার রসদ

ধীর লয়ে জেগে ওঠে শিকারের গন্ধে
কুমিরের মতো সব লুকানো কামনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ম্যানগ্রোভ মন ১

রাজু আহমেদ মামুন বনবিবি আহা বনদেবী তোমার পেটানো গড়ন শ্যামলকান্তি দেহ লাবণ্য লাবণ্য খেলা একা একা কাহারে দেখাও! অমন শ্যামল আদুরে আদুরে...