রবিবার, ৬ আগস্ট, ২০১৭

ম্যানগ্রোভ মন-২১


রাজু আহমেদ মামুন
বাতাসে পুরাণ খোঁজে কাঁকড়া মাঝি মন
ও কী দুখাই গেল- বনবিবির ছেলে!

দামাল বাতাস এক শিশুর মতোন
নদী খাল পেরিয়ে বনের কাছে এসে
ফিক্ করে হেসে পালালো গহীনে,যেন
অদৃশ্য কিশোর খেলা করে একা একা

ও কী দুখাই গেল- বনবিবির ছেলে!
বাতাসে পুরাণ খোঁজে কাঁকড়া মাঝি মন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ম্যানগ্রোভ মন ১

রাজু আহমেদ মামুন বনবিবি আহা বনদেবী তোমার পেটানো গড়ন শ্যামলকান্তি দেহ লাবণ্য লাবণ্য খেলা একা একা কাহারে দেখাও! অমন শ্যামল আদুরে আদুরে...