বুধবার, ১৬ আগস্ট, ২০১৭

ম্যানগ্রোভ মন ১৮


রাজু আহমেদ মামুন
কিশোরী স্তনের মতোন নতুন চর
গড়ায়ে জড়ায়ে ধরে ঢেউ ভাঙ্গা জল

জলে আসে ওঁড়া,কেওড়া,সুন্দরীর ফল
বছর ঘুরলে হবে গোলের বাগান
বানর পিঠে আসবে হরিণ, পেছনে
রাজবাঘ, তবে এখন পক্ষীর চর

গড়ায়ে জড়ায়ে ধরে ঢেউ ভাঙ্গা জল
কিশোরী স্তনের মতোন নতুন চর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ম্যানগ্রোভ মন ১

রাজু আহমেদ মামুন বনবিবি আহা বনদেবী তোমার পেটানো গড়ন শ্যামলকান্তি দেহ লাবণ্য লাবণ্য খেলা একা একা কাহারে দেখাও! অমন শ্যামল আদুরে আদুরে...