সোমবার, ২১ আগস্ট, ২০১৭

ম্যানগ্রোভ মন ১৭


রাজু আহেমদ মামুন
নবীন প্রাণ নবীন চোখে চাখে বাস্তু 
প্রকৃতির কাব্য পড়ে আপন ভাষায়

বহে গোসাপ শিশুর ফুটফুটে সকাল,
গোপন সুড়ঙ্গ ছেড়ে ফার্ন ঝোপে দেখে 
আলোর বিচ্ছুরণ, মৃত্যু চেনেনা- তাই
ভয়হীন জীবন চাখে বাস্তুর নন্দন

প্রকৃতির কাব্য পড়ে আপন ভাষায়
নবীন প্রাণ নবীন চোখে চাখে বাস্তু।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ম্যানগ্রোভ মন ১

রাজু আহমেদ মামুন বনবিবি আহা বনদেবী তোমার পেটানো গড়ন শ্যামলকান্তি দেহ লাবণ্য লাবণ্য খেলা একা একা কাহারে দেখাও! অমন শ্যামল আদুরে আদুরে...