বুধবার, ২৩ আগস্ট, ২০১৭

ডাক


রাজু আহমেদ মামুন
মনে যদি বাড়ে খুব অমাবস্যা
বর্ষণ তিথিতে ডেকে উঠো অবিরাম
ডাহুকির মতো ।

আসি বা না আসি তবু স্বাদ পাবে ডাকের।
প্রাণ কুহরে সঘনো হলে বৃক্ষের গান
ততক্ষনে পড়েই ফেলেছ আমার
বিগত দহন।

কি হবে ! হবে না কিছু আর
জন্ম-যৌবন-জীবন, প্রানান্তে শুকনো
পাট কাঠি, চলে যাবো কালের চুলায়।

তবু সেই বুকফাটা ডাক, ডাকের অন্তে শূন্যতা
কবির অতৃপ্তির মতোন
নিমিষ জীবনে দেবে রাজসিক অনুভব।

-----------------------------------
রাজু আহমেদ মামুন,কাব্যগ্রন্থ:দহনসংক্রান্তির কবিতা(প্রকাশ২০০৬)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ম্যানগ্রোভ মন ১

রাজু আহমেদ মামুন বনবিবি আহা বনদেবী তোমার পেটানো গড়ন শ্যামলকান্তি দেহ লাবণ্য লাবণ্য খেলা একা একা কাহারে দেখাও! অমন শ্যামল আদুরে আদুরে...