সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭

ম্যানগ্রোভ মন ১৫


রাজু আহেমদ মামুন
শুধু ভয় মৃত্যু দৌড় শেষ কথা নয়
প্রজাতি জীবনে থাকে আয়েশি সময়

কেওড়ার ছায়া প্রান্তর ধরে চন্দ্রমায়-
নেমে আসবে চিত্রল হরিণের পাল
তটরেখা জুড়ে হবে শিংয়ের খুনসুটি
প্রণয়ে প্রণয়ী হবে বেশ উন্মাতাল

প্রজাতি জীবনে থাকে আয়েশি সময়
শুধু ভয় মৃত্যু দৌড় শেষ কথা নয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ম্যানগ্রোভ মন ১

রাজু আহমেদ মামুন বনবিবি আহা বনদেবী তোমার পেটানো গড়ন শ্যামলকান্তি দেহ লাবণ্য লাবণ্য খেলা একা একা কাহারে দেখাও! অমন শ্যামল আদুরে আদুরে...