শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭

ম্যানগ্রোভ মন ১২


রাজু আহেমদ মামুন
বাদারে আঁধারে নামে পৌরাণিক রাত
মোয়ালের মনে জাগে চম্পাবতী চাঁদ

চম্পাবতী রূপবতী রোদেলা শরীর
ইলিশ আঁশের মতো রূপালী নখর
গাজীরে পাগল করে সোহাগ খেলায়
হা- এমন যদি হতো হাস্মতের মা...

মোয়ালের মনে জাগে চম্পাবতী চাঁদ
বাদারে আঁধারে নামে পৌরাণিক রাত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ম্যানগ্রোভ মন ১

রাজু আহমেদ মামুন বনবিবি আহা বনদেবী তোমার পেটানো গড়ন শ্যামলকান্তি দেহ লাবণ্য লাবণ্য খেলা একা একা কাহারে দেখাও! অমন শ্যামল আদুরে আদুরে...