শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭

ম্যানগ্রোভ মন ১১


রাজু আহেমদ মামুন
পাখিদের সন্ধ্যাগীতি আমুরের বনে 
নেমেছে ঘুমের নেশা ম্যানগ্রোভ বাতাসে

বনমোরগের ঝুঁটির মতো লাল হলে
সাগরের জল, ঝিঁঝিঁদের ঘুম গানে
নামে রাত, জাগে বিচিত্র মৃত্যুর নাচ
এখানে জীবন মৃত্যু করে প্রতিবাস

নেমেছে ঘুমের নেশা ম্যানগ্রোভ বাতাসে
পাখিদের সন্ধ্যাগীতি আমুরের বনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ম্যানগ্রোভ মন ১

রাজু আহমেদ মামুন বনবিবি আহা বনদেবী তোমার পেটানো গড়ন শ্যামলকান্তি দেহ লাবণ্য লাবণ্য খেলা একা একা কাহারে দেখাও! অমন শ্যামল আদুরে আদুরে...