শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭

ম্যানগ্রোভ মন ১৪



রাজু আহেমদ মামুন
কথাকয় ওরা ওরা বর্ণিল কয়েন
ছোট গর্ত, ছোট দৌড়, ছোট্ট স্নেহ হাঁটে

জ্যোৎস্নার রূপসীরাতে বিস্তীর্ণ সৈকতে
বনদেবী খুলে দিলে চারুহাত- নামে 
স্নেহ মাখা অগুনতি কাঁকড়ার ঝাঁক
অনুবাদে এ সৈকত তারার আকাশ

ছোট গর্ত, ছোট দৌড়, ছোট্ট স্নেহ হাঁটে
কথাকয় ওরা ওরা বর্ণিল কয়েন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ম্যানগ্রোভ মন ১

রাজু আহমেদ মামুন বনবিবি আহা বনদেবী তোমার পেটানো গড়ন শ্যামলকান্তি দেহ লাবণ্য লাবণ্য খেলা একা একা কাহারে দেখাও! অমন শ্যামল আদুরে আদুরে...