বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭

ম্যানগ্রোভ মন-৩


রাজু আহমেদ মামুন
নুন পোড়া রোদ পাগল দুপুর বাতাসের দোলনায়
গেওয়া ফুলের গন্ধমাতাল মধুপোকা কুক পক্ষীর ডাক
বাতাসের দোলনায়।
দোলা ধরে ছোটে প্রাণ, বাঁচে প্রাণ মরে প্রাণ- প্রাণান্তে
দোলা বহু বহু দোলা আরো আরো দোলা
দোলা অগণন।
পাগল দুপুর ম্যানগ্রোভ মন- জাগে দোলা জাগে প্রাণে রক্তে
জাগে শিশ্নে জরায়ুতে জননে জন্মে-
জাগে বিপুল বিচিত্র শুরুর চিৎকারে শেষের চিৎকারে
যৌনে অযৌনে বিপুল, বিপুল দোলায় জাগে
অর্থহীন চিত্রে বিচিত্র সুন্দর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ম্যানগ্রোভ মন ১

রাজু আহমেদ মামুন বনবিবি আহা বনদেবী তোমার পেটানো গড়ন শ্যামলকান্তি দেহ লাবণ্য লাবণ্য খেলা একা একা কাহারে দেখাও! অমন শ্যামল আদুরে আদুরে...