বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭

ম্যানগ্রোভ মন ২


রাজু আহেমদ মামুন

সঙ্গমমুখর জংলী ঘ্রাণ খেলে যাবে উত্তাল হাওয়ায় হাওয়ায়
রাত বা দিনের কোন প্রহরে বাঘিনী মিলনকাতর হবে গহীন প্রান্তরে
জ্বলে উঠবে বাঘার সুখজৌলুস। রতিকাতর হরিণীর গন্ধে
আস্ফালনে ছুটে আসবে প্রথম প্রণয়কামী তরুণ হরিণ
জড়াজড়ি করে দুটি সাপ ফুঁসতে থাকবে সুখ যন্ত্রণায়
জীবন সমুদ্র থেকে উঠবে প্রাণের জোয়ার, বুনো খালের জলের মতো
সে হাওয়া পৌঁছে যাবে লোকালয়ে। কোনো মৌয়ালের পো
নতুন বউয়ের সাথে জাগবে সারারাত সুখ সুখ ছোঁয়ায়...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ম্যানগ্রোভ মন ১

রাজু আহমেদ মামুন বনবিবি আহা বনদেবী তোমার পেটানো গড়ন শ্যামলকান্তি দেহ লাবণ্য লাবণ্য খেলা একা একা কাহারে দেখাও! অমন শ্যামল আদুরে আদুরে...