বুধবার, ২১ জুন, ২০১৭

ম্যানগ্রোভ মন -৩২


রাজু আহমেদ মামুন

ক.
ঢেউয়ে দুলে বালিহাঁস নাও, বুকে জল ঠেলেঠেলে
বনপথে, বুনোখালে বাওয়ালি বহর।
ঘোরলাগা বাদারে মাঝির পাকা চোখ উড়িয়ে দেয়
দৃষ্টির চিল, জানে কোন গহনে পৌঁছবে বহর।
খ.
এবার গল্প চান্দাবাঘের এবার গল্প গাজীর
বনবিবির রাজ্যে যখন বহর এসে হাজির।
গ.
হাড়িতে হাড়িতে টুংটাং আওয়াজ
ঘনবনে পড়েছে বহর
বাওয়ালির চোখে ইলশে ঝিলিক
সম্মুখে সুন্দরী গাছের পক্ব বাগান।
ঘ.
গাছে গাছে করেছে ভিড়; এসেছে উৎপাত, বানরের পাল,
বয়সী বাওয়ালি জানে বাদারে বাঘের শত্রু বানর,মানুষের বন্ধু হয়।
তবে বনবিবি বড় নিষ্ঠুর দেবী, বেঘোরে কেড়ে লয় প্রাণ,
দেয় বিপুল বৈভব, সব দেয় বনবিবি, তাই ডাঙ্গায় বাওয়ালির দল।
ঙ.
কারো ভাবনায়- বন মোরগের ঝাঁক
কারো ভাবনায়- একটা যদি হরিণ
কারো ভাবনায়- খালের কূলে নেমেছে কি মেছবাঘ!
গলদা চিংড়ি কাদায় পুঁতে যদি পেরোবে বাঁক
তবে বাঘে ধরা মাছ খাবে বাওয়ালির দল।
শুকনো মরিচ ঝালে লাল ভাজি মোটা চিংড়ি
আহ! ফেনা ভাত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ম্যানগ্রোভ মন ১

রাজু আহমেদ মামুন বনবিবি আহা বনদেবী তোমার পেটানো গড়ন শ্যামলকান্তি দেহ লাবণ্য লাবণ্য খেলা একা একা কাহারে দেখাও! অমন শ্যামল আদুরে আদুরে...