বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭

ম্যানগ্রোভ মন -৩১





রাজু আহমেদ মামুন

ক.
বেসামাল ঘুড়ির মতোন স্বজনের চোখে
বাঁক খায় বাওয়ালির চোখ।
জীবনের প্রয়োজনে যারা মৃত্যুবাড়ি যায়
ফেরে না আর, তারা যায়
শুধু বহুদিন ধুকে ধুকে বাঁচে তাদের স্বজন।
খ.
গাজীর নামে শিন্নি দেওয়া শেষ
খুব সকালে খালের পাড়ে স্বজন সমাবেশ
বাদায় যাবে বাওয়ালি বহর
মাঝি খুলেছে দড়া, ভাটার টানে নাও।
গুটি গুটি ঢেউ, বড় বড় ঢেউ
দোলা দিচ্ছে নায়ে, গল্প করে ভিড়
বাঁচার গল্প, আশার গল্প
রতির গল্প ফোটে, গল্পে ভরে নাও।
গল্পগুলো বলতে বলতে কাঁদে
গল্পগুলো খিলখিলিয়ে হাসে
গল্পগুলো রাঁধে বাড়ে খায়
গল্পগুলো বৈঠা ঠ্যালে, গায়
নানা রকম গান।
গল্পগুলো মাথা ঝোঁকায়, দ্যাখে
দূরে- বাদার বন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ম্যানগ্রোভ মন ১

রাজু আহমেদ মামুন বনবিবি আহা বনদেবী তোমার পেটানো গড়ন শ্যামলকান্তি দেহ লাবণ্য লাবণ্য খেলা একা একা কাহারে দেখাও! অমন শ্যামল আদুরে আদুরে...