শনিবার, ৮ জুলাই, ২০১৭

ম্যানগ্রোভ মন-৩০


রাজু আহমেদ মামুন

এসেছে গীত সন্ধ্যায় বধূ-
মোয়ালের, দূর গ্রাম থেকে,
জেগেছে উৎসবে পরিজন
বরণে পড়েছে বেশ ধুম।
ধান দূর্বা চড়েছে কুলায়
সাথে আছে ফুলপটি মধু,
মোয়ালের বধূ বলে কথা
মধু ছাড়া হয় কী বরণ।
খোলসী ফুলের মতো বউ
সংসারে সে-ফলাবে জীবন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ম্যানগ্রোভ মন ১

রাজু আহমেদ মামুন বনবিবি আহা বনদেবী তোমার পেটানো গড়ন শ্যামলকান্তি দেহ লাবণ্য লাবণ্য খেলা একা একা কাহারে দেখাও! অমন শ্যামল আদুরে আদুরে...